মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশসোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন কোম্পানীর কাজের ভাগ বাটোয়ারা, জুট ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আপন ২ ভাইয়ের দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে আষাঢ়ীয়ারচর এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০/১২ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গেলেও হামলাকারীরা তাদের উপর ইটপাটকেল ছুড়ে পরিস্থিতি শান্ত করতে বাঁধা সৃস্টি করে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার আপন ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ ও আল মোস্তফা গ্রুপের বালু ভরাট কাজ, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সরকারি জায়গায় দোকান ভাড়া দেয়া, আশপাশের বিভিন্ন ফ্যাক্টরির জুট ব্যবসার দখল ও ভাগ বাটোয়ারা এবং এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯ টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফের নির্দেশে তার লোকজন আ: জলিলের লোকজনের বাড়িতে হামলা চালায়। এসময় আ: জলিল পন্থীরাও আ: রউফের লোকজনের বাড়িঘরে পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং আ: রউফ গ্রুপ দেশী বিদেশী অস্ত্র নিয়ে জলিল গ্রুপের সজিব, সিরাজ, কায়েম, সায়েম, আলামিন, আলমগীর, ইসমাইল ও সুমন মিয়া সহ আরো কয়েকজনের বাড়িতে গিয়ে ভাংচুর ও লুটপাট শেষে অগ্নি সংযোগ করে দেয়। এদিকে হামলা ও আগুনের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গেলে আঃ রউফের লোকজন প্রশাসনকে তাদের কাজে বাঁধা সৃস্টি করে দুর থেকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের এমন বাঁধার কারণে লাগানো আগুনে ১০টি টিনের ঘর ও দুটি বহুতল ভবনের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘক্ষণ পর ফায়ার সাভির্সের কর্মীরা আগুন নেভালেও ততক্ষণে পোড়ার আর অবশিষ্ট কিছু ছিলনা।

এদিকে হামলায় উভয় গ্রুপের লতিফ, রাজিব, সজিব, সিরাজসহ অন্তত ১০/১২ জন আহত হয়েছে। সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে ৩ টি ইউনিট নিয়ে তারা ঘটনাস্থলে গেলে হামলাকারীদের ইটপাটকেল নিক্ষেপেরে কারণে তারা ও পুলিশ প্রথমে কাছেই যেতে পারেননি। পরে পেছন দিয়ে গিয়ে প্রায় ২ ঘন্টা আগুন নেভানোর চেষ্টা করেন। সোনারগাঁ থানার তদন্ত ওসি রাশেদুল হাসান জানান, আষাঢ়ীয়ারচর এলাকায় দুই গ্রুপের দ্বন্দ্বে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় আ: রউফ ও আ: জলিল নামের দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।

সম্প্রতি

আরও খবর