বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশঝিনাইগাতীতে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

ঝিনাইগাতীতে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

প্রতিনিধি, ঝিনাইগাতী (শেরপুর)

সম্পর্কিত সংবাদ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ‘এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে বসতবাড়িতে চাষের লক্ষ্যে শাক-সবজির বীজ ও প্রদর্শনী প্লটের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এ সবজির বীজ ও প্রদর্শনী প্লটের জন্য উপকরণ বিতরণ করা হয়। শাক-সবজির বীজ ও প্রদর্শনী প্লটের জন্য উপকরণ বিতরণের সময় উপকারভোগীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান।

এসময় এসআইএল-এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। এসআইএল-এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা জানান, দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীর পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধির লক্ষ্যে উপকারভোগীদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়। এছাড়াও প্রদর্শনী প্লটের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের ১০০টি পরিবারের মধ্যে ১১ প্রকারের বীজ দেওয়া হয় ও প্রদর্শনী প্লটের জন্য ১০টি পরিবারের মাঝে প্রয়োজণীয় উপকরণ বিতরণ করা হয়। এগারো প্রকার বীজের মধ্যে রয়েছে- পুঁই শাক, মুলা শাক, লালশাক, পালং শাক, বরবটি, শিম, ডাটা, লাউ, মিষ্টি কুমড়া, টমেটো ও ধনিয়া।

সম্প্রতি

আরও খবর