প্রায় ১ ঘন্টার চেষ্টায় ঈশ্বরদীত নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যাক্ত কাঠের স্তূপে লাগা আ’গুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নি’কা- নিয়ন্ত্রণে কাজ করেছে ফা’য়ার সার্ভিসের ৮টি ইউনিট। তাদের চেষ্টায় অবশেষে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আগুন লেগেছে বলে জানা যায়। তবে এই আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে এখনো জানা যায়নি।



