নীলফামারীর সৈয়দপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মো. হুমায়ুন কবির মানিক (৩৭) নামে এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক(নিঃ) মো. আকতার হোসেন।
এদিন রাতে নীলফামারী জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সৈয়দপুর পৌরসভাস্থ থানা মোড় রেল গেট হইতে জিআরপি মোড় এলাকা থেকে তাঁকে আটক করে। আটককৃত মোঃ হুমায়ুন কবির মানিক (৩৭) মুন্সিপাড়া ইসলামিয়া স্কুল সংলগ্ন এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে।



