বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরখেলাব্রিসবেনে শেষ টি-২০ বৃষ্টিতে পণ্ড, সিরিজ জিতলো ভারত

ব্রিসবেনে শেষ টি-২০ বৃষ্টিতে পণ্ড, সিরিজ জিতলো ভারত

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

সিরিজ হার এড়াতে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জিততেই হতো; কিন্তু প্রকৃতির বাধায় সেই চেষ্টাই করতে পারলো না তারা। ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় আগে থেকে এগিয়ে থাকা ভারত জিতলো সিরিজ।

শনিবার,(০৮ নভেম্বর ২০২৫) ব্রিজবেনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ভারত। দুই উদ্বোধনী ব্যাটসম্যান আভিষেক শার্মা ও শুবমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে ৪.৪ ওভারেই স্কোরবোর্ডে ৫০ রান তুলে ফেলে সফরকারীরা।

তবে এর এক বল পরই শুরু হয় বৃষ্টি, যে কারণে পরে আর খেলা পুনরায় শুরুই করা যায়নি।

আভিষেক ১৩ বলে একটি করে ছক্কা ও চারে ২৩ ও গিল ১৬ বলে ৬টি চারে ২৯ রানে অপরাজিত রয়ে যান।

সিরিজের প্রথম ম্যাচও বৃষ্টিতে পণ্ড হয়েছিল। দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুটি ম্যাচ জিতে সিরিজে লিড নেয় ভারত, সেটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিলো।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিক দল।

টি-টোয়েন্টিতে টানা আট সিরিজ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেল অস্ট্রেলিয়া। আগের আট সিরিজের মধ্যে সাতটিতে জয় ও ১টিতে ড্র করেছিল অসিরা। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ সিরিজ ভারতের কাছেই হেরেছিল অস্ট্রেলিয়া।

অভিষেকের দ্রুততম

হাজার রান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য দলগুলোর ক্রিকেটারদের মধ্যে বলের হিসাবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড এখন ভারতের ব্যাটার আভিষেক শর্মার। তিনি ভেঙে দিয়েছেন স্বাদেশি সুরিয়াকুমার যাদবের রেকর্ড। হাজার ছুঁতে আভিষেকের লেগেছে ৫২৮ বল। ৫৭৩ বল লেগেছিল সুরিয়াকুমারের। ছয়শর কম বল খেলে হাজার ছুঁতে পেরেছেন আর কেবল ইংল্যান্ডের ফিল সল্ট (৫৯৯ বল)।

আভিষেকের ইনিংস লেগেছে ২৮টি, ভারতের হয়ে যা দ্বিতীয় দ্রুততম। ২৭ ইনিংস লেগেছিল দেশটির সাবেক অধিনায়ক ভিরাট কোহলির।

হাজার ছুঁতে শনিবার ব্রিজবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে আভিষেকের প্রয়োজন ছিল ১১ রান। চতুর্থ ওভারে ন্যাথান এলিসের বলে দুই রান নিয়ে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছেন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।

শনিবার ৪.৫ ওভারে ভারত বিনা উইকেটে ৫২ রান করার পর বৃষ্টির কারণে আর খেলা হতে পারেনি। ১৩ বলে ২৩ রানে অপরাজিত রয়ে যান আভিষেক।

এই সংস্করণে ৩৭.৪৮ গড় ও ১৮৯.৫১ স্ট্রাইক রেটে ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটার রান এখন এক হাজার ১২। ২টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৬টি।

সম্প্রতি

আরও খবর