বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরখেলাযুব হকি বিশ্বকাপ খেলতে ১৮ নভেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ

যুব হকি বিশ্বকাপ খেলতে ১৮ নভেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

ভারতের চেন্নাইয়ে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ যুব হকি বিশ্বকাপের আসর। ২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে এফ-গ্রুপে। সেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। বাংলাদেশ প্রথশবারের মতো বৈশ্বিক এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ।

বিমান বাহিনীর ফ্যালকন হলে রোববার,(০৯ নভেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে জাতীয় যুব হকি দলের জার্সি উন্মোচিত হয়েছে। জার্সি উম্মোচন করেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় হকি ফেডারেশনের সাধারল সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান, জাতীয় হকি দলের হেড কোচ সিগফ্রিড আইকম্যান, অধিনায়ক মেহরাব হাসান সামিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি, লক্ষ্যসহ বাস্তবতা নিয়ে বক্তব্য দেন হকি ফেডারেশনের সভাপতি। তিনি বলেন, এটি একটি অনন্য ক্ষণ এবং আমার দৃঢ় বিশ্বাস যে, আমাদের দল ভালো পারফর্মেন্সের মাধ্যমে দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে। শৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি এবং একটি শৃঙ্খলাবদ্ধ দল সর্বদা জয়লাভ করে। মাঠের খেলায় ১১ বনাম ১১ লড়াই হয়, প্রতিপক্ষ কোনো দেশ বা দল বড় নয়, বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করবে এবং ভাল নৈপুণ্য প্রদর্শন করবে এটিই আমার প্রত্যাশা। সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানান, আগামী ১৮ নভেম্বর দল ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং বিশ্বকাপ শুরুর আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

হেড কোচ সিগফ্রিড আইকম্যান বলেন, খেলোয়াড়দের গতি ও বল নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেছি। আধুনিক হকিতে গতি ও দলগত সমন্বয়ের ওপরই সাফল্য নির্ভর করে। আমরা সেটিরই প্রতিফলন রাখতে চাই।

অধিনায়ক মেহরাব হাসান সামিন বলেন, আমরা এখন ইউরোপীয় ধারাটা বুঝতে পেরেছি, আইকম্যানের মতো বড় কোচের অধীনে দলের খেলার ধারায়ও পরিবর্তন হয়েছে। আমরা গ্রুপের সবগুলো দলকেই সম্মান করি। জাতীয় যুব হকি দল: মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান সাজু।

সম্প্রতি

আরও খবর