আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ারডে ম্যাচে জিতে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ যুবরা। রোববার,(০৯ নভেম্বর ২০২৫) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আজিজুল হাকিম তামিমের শতকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে হারায় আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলকে। টস জয়ী আফগানিস্তান ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করে ২০৮। দলের পক্ষে ওসমান ৬৮, মাহবুব খান ৪০ ও উজাইরুল্লাহ ৩২ রান করেন। সামিউল বশির রাতুল ৩৩ রানে ২টি উইকেট নেন। ২০৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে অধিনায়ক তামিমের অনবদ্য শতকে বাংলাদেশ যুবরা ২৫ বল হাতে রেখে ৮ উইকেট খুইয়ে টার্গেট পূর্ণ করে (২১১ রান)। তামিম ১১৮ বলে ৩ ছক্কা ও সাত বাউন্ডারিতে করে ১০০ রান। আফগানিস্তানের ওয়াহিদুল্লাহ জর্ডান ২৫ রানে ৪ উইকেট নেন। বাংলাদশের অধিনায়ক তামিম প্ল্রেয়ার অব দ্য ম্যাচ হন। তার হাতে পুরস্কার তুলে দেন ম্যাচ রেফারি তামিম চৌধুরী। এ সময় ভেনু্যু ম্যানেজার মো. সাইফুল্লাহ খান জেম উপস্থিত ছিলেন। পাঁচ ম্যাচের সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। প্রথমটিতে বাংলাদেশ জিতেছিল ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে। দ্বিতীয় ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয়ী হয় আফগান যুব দল।
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২০৮/৮ (ওসমান ৬৮, উজাইরউল্লাহ ৩২, মাহবুব ৪০; সাদ ১/৩৮-১, শাহরিয়া ১/৫৪, সামিউন ২/৩৩, শাহরিয়ার ১/৩২)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫.৫ ওভারে ২১১/৮ (আজিজুল ১০০, রিজান ২৭, ফরিদ ২৩, শাহরিয়ার ১৭*, স্বাধীন ৪*; সালাম ২/৩৯, ওয়াহিদউল্লাহ ৪/২৫, উজাইরউল্লাহ ২/৪১)।
ম্যাচসেরা: আজিজুল হাকিম তামিম।



