বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার পা রাখছেন ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমায়। আসন্ন সিক্যুয়েল ‘জুটোপিয়া ২’-তে হিন্দি সংস্করণে কণ্ঠ দেবেন তিনি প্রিয় খরগোশ পুলিশ অফিসার জুডি হপস চরিত্রে। সংবাদটি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ওয়াল্ট ডিজনি স্টুডিওস ইন্ডিয়া প্রকাশ করেছে ‘জুটোপিয়া ২’-এর এক মনোমুগ্ধকর পোস্টার, যেখানে দেখা গেছে শ্রদ্ধা কাপুর ও জুডিকে একসঙ্গে। অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রামে সেই পোস্টটি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে চলতি বছরের শুরুতে ডিজনি প্রকাশ করে ‘জুটোপিয়া ২’-এর ট্রেলার, যা প্রথম সিনেমার নয় বছর পর ফিরিয়ে আনে এই প্রিয় জুটিকে। জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত ‘জুটোপিয়া ২’ দর্শকদের উপহার দেবে হাসি, আর রোমাঞ্চের নিখুঁত এক সংমিশ্রণ। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৫ সালের ২৮ নভেম্বর।



