মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণের সম্পর্কের গল্প নিয়ে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ওয়েব ফিল্ম ‘তোমার জন্য মন’। নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। এখন পর্যন্ত এই জুটি একাধিক নাটকে অভিনয় করলেও ওয়েবে তাদের এটাই প্রথম। ‘তোমার জন্য মন’-এর গল্প, চিত্রনাট্য সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। ইয়াশ-তটিনী ছাড়া এতে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, সালাহউদ্দিন লাভলু প্রমুখ। দর্শকের সাড়া প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘‘দর্শকেরা কাজটিকে পছন্দ করছেন। এখন পর্যন্ত সব ইতিবাচক সাড়া পেয়েছি। সবাই নিজেদের ভালো লাগা, অনুভূতি শেয়ার করছেন। প্লাটফর্মটিও বলছে, আমার ‘দাগি’ সিনেমা ওটিটিতে মুক্তির পর যেরকম ফিডব্যাক পেয়েছিল তারা, এটার ক্ষেত্রেও ঠিক সেরকমই। ভালোই যাচ্ছে।’’



