বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবরনগর-মহানগরঢাকায় পুলিশ সদস্যদের দায়িত্বকালীন সময় মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

ঢাকায় পুলিশ সদস্যদের দায়িত্বকালীন সময় মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ঢাকা মহানগরে দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও সংশ্লিষ্ট ইনচার্জদের নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে সজাগ থেকে তা প্রতিরোধ করার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে সব সময় সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, “যেখানে যে টিম দায়িত্ব পালন করবে, সেই টিমের ইনচার্জ, তিনি যে পদেরই হোক, তার মোবাইল ফোন যোগাযোগ রাখার ক্ষেত্রে সচল রাখবেন।”

নির্দেশনায় সতর্ক করা হয়েছে যে, কোনো পুলিশ সদস্য এ নির্দেশনা মানতে ব্যর্থ হলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে একজন পুলিশ কর্মকর্তা জানান, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের কাউকে কাউকে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। এর ফলে অনেক সময় অপরাধ প্রতিরোধ করা বা সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয় না। এ কারণে শুধু দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর