বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের প্রভাবশালী এই গণমাধ্যমে ট্রাম্পের একটি ভাষণ ‘ভুলভাবে সম্পাদনা করে’ প্রচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিবিসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তারা মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, যাতে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি রয়েছে। সোমবার, (১০ নভেম্বর ২০২৫) দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে
এই ইস্যুতে বিবিসির চেয়ারম্যান সমির শাহ ক্ষমা প্রার্থনা করেছেন বলে সোমবার, খবর প্রকাশ করেছে বিবিসি।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার এ পর্যন্ত নিজ দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন। এর মধ্যে কিছু মামলা ইতিমধ্যেই আদালতে খারিজ হয়ে গেছে। এবার তিনি ব্রিটিশ গণমাধ্যমের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন।
এর আগে বিবিসির চেয়ারম্যান সমির শাহ বিবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, সংবাদমাধ্যমটি সম্ভবত ট্রাম্পের পক্ষে থেকে মামলা মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সমির শাহ বলেন, ‘ট্রাম্প একজন ‘মামলা প্রিয় মানুষ’। তাই, আমাদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত।’
বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস গতকাল রোববার পদত্যাগ করেছেন। প্যানোরমা অনুষ্ঠানে প্রচারিত এক তথ্যচিত্রকে কেন্দ্র করে বিবিসি ব্যাপক বিতর্কের মধ্যে আছে। আর এর মধ্যেই তারা দুজন পদত্যাগ করেছেন। প্যানোরমা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ডনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ‘ভুলভাবে সম্পাদনা করা হয়েছে’ বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের ভাষণের আলাদা আলাদা অংশ সেখানে জোড়া দেয়া হয়েছে এবং সেটি শুনে মনে হচ্ছে ট্রাম্প মানুষকে ক্যাপিটল হিলে ‘আক্রমণ করতে প্ররোচিত করছেন’।
গতবছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই তথ্যচিত্র প্রচার করা হয়েছিল।



