বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশহবিগঞ্জে ইসকন মন্দিরে অগ্নিকান্ড

হবিগঞ্জে ইসকন মন্দিরে অগ্নিকান্ড

প্রতিনিধি, হবিগঞ্জ

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় ইসকন মন্দিরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের রান্না ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষয়-ক্ষতি হয়েছে। গত সোমবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারী জানান, সকালে মন্দিরে রান্নার কাজ করছিলেন রাধুনিরা। এ সময় অসাবধান বশত কড়াইয়ে তেল ঢালতে গিয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে মূহুর্তেই আগুন চর্তুদিকে ছড়িয়ে পড়ে। এসময় রান্নাঘরের আসবাবপত্র পুড়ে গিয়ে ব্যাপক্ষ ক্ষয়-ক্ষতি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার পূর্বেই তাৎক্ষনিক মন্দিরের লোকজন ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রনে আনেন। যদিও বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পেয়েছে মন্দির ও আশপাশের এলাকা।

সম্প্রতি

আরও খবর