বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশতাহিরপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

তাহিরপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ২৬ পিস ইয়াবার ট্যাবলেটসহ খোকন মিয়া(২৭) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। মঙ্গলবার, (১১ নভেম্বর ২০২৫) রাত দেড়টায় বাদাঘাট বাজারের জামে মসজিদের পিছনের রাস্তা অভিযান চালিয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে আটক করে। আটক ইয়াবা ব্যবসায়ী খোকন মিয়া উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। এর সত্যতা নিশ্চিত করে এস আই হাফিজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই খোকন মিয়া পিকআপ চালানোর পাশাপাশি ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে বাদাঘাট বাজারে অভিযান চালিয়ে ২৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করি। আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় মামলা দায়েরের পর থাকে জেল হাজতে প্রেরণ পাঠানো হয়েছে।

সম্প্রতি

আরও খবর