বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবরসারাদেশকুমিল্লায় গোখরা সাপসহ ১৭টি বাচ্চা উদ্ধার

কুমিল্লায় গোখরা সাপসহ ১৭টি বাচ্চা উদ্ধার

প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

সম্পর্কিত সংবাদ

একটি বাড়ির সীমানা প্রাচীরের মাটি খুঁড়ে একটি গোখরা সাপসহ মোট ১৭টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছোটশালঘর গ্রামের মো.শাহজাহান হাজারীর বাড়ির সীমানা বাউন্ডারির নিচের মাটি খুঁড়ে থেকে স্থানীয় সাপুড়ে মো.আলাউদ্দিন ওঝা সাপগুলো উদ্ধার করেন। সাপগুলো উদ্ধার হওয়ার পর পুরো গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ভিড় জমায় সাপগুলো দেখতে।

বাড়ির মালিক মো. শাহজাহান হাজারী বলেন, “গত কয়েকদিন আগে আমার ছেলের বউকে দুইবার কামড় দিয়ে গোখরা সাপ। ঘটনার দুইদিন পর আমার ভাতিজা ও ছেলেকেও বিষধর সাপ ছোবল মারে। এ নিয়ে কিছুদিন ধরে আমরা পুরো পরিবার আতঙ্কে ছিলাম। পরে স্থানীয় সাপুড়ে আলাউদ্দিন ওঝাকে খবর দিলে তিনি এসে বাড়ির সীমনা প্রাচীরের দেয়ালের মাটি খুঁড়ে একটি পূর্ণ বয়স্ক গোখরা সাপসহ মোট ১৭টি বাচ্চা উদ্ধার করে তার হেফাজতে নিয়ে যান। আমাদের আতঙ্ক এখনো কাটেনি। যাদের ছোবল দিয়েছে তাঁরা বর্তমানে চিকিৎসা নিয়ে সুস্থ আছে।

স্থানীয় বাসিন্দা মো. শাহিন মিয়া বলেন, গত কয়েকদিন ধরে গ্রামের বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বেড়ে যায়। এরই মধ্যে শাহজাহান হাজারীর ঘরের তিনজনকে বিষধর সাপ ছোবল দিলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। আরও অনেক বাড়িতে সাপ থাকতে পারে। গ্রামের সবাইকে সর্তক হয়ে চলার জন্য বলা হয়েছে।

সাপুড়ে মো. আলাউদ্দিন ওঝা বলেন, বাড়ির সীমানা দেয়ালের নিচে সাপের বাচ্চা দেখতে পেয়ে বাড়ির মালিক শাহজাহান হাজারী আমাকে খবর দেন। পরে আমি সীমানা দেয়ালের মাটি খুঁড়ে একটি বয়স্ক গোখরা সাপসহ মোট ১৭টি বাচ্চা উদ্ধার করি। উদ্ধার করা সাপগুলো বিষধর গোখরা প্রজাতির। সময়মতো উদ্ধার করতে না পারলে বাড়ির অনেকেই বিপদের মুখে পড়তে হতো।

স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসেন বলেন, এই সময়ে গ্রাম-গঞ্জে সাপের উপদ্রব বাড়তে পারে। তবে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন বা প্রাণী সম্পদ অফিসে খবর দেয়া উচিত। এরপর যদি কাউকে সাপে দংশন করে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিতে হবে।

সম্প্রতি

আরও খবর