মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবররাজনীতিসুনামগঞ্জ-১ আসন: ‘প্রাথমিক মনোনীত প্রার্থী’ বলায় মাইক্রোফোন কেড়ে নিলেন বিএনপির প্রার্থী আনিসুল

সুনামগঞ্জ-১ আসন: ‘প্রাথমিক মনোনীত প্রার্থী’ বলায় মাইক্রোফোন কেড়ে নিলেন বিএনপির প্রার্থী আনিসুল

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

সম্পর্কিত সংবাদ

‘প্রাথমিক মনোনীত প্রার্থী’ বলায় স্থানীয় এক নেতার মাইক্রোফোন কেড়ে নিয়েছেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আওয়ামী লীগের ‘ডোনার’ খ্যাত আনিসুল হক। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

গতকাল সোমবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী আনিসুল হকের পক্ষে সভা চলছিল। সভায় নির্বাচনী এলাকার লোকজন উপস্থিত ছিলেন। সভা চলাকালে তাহিরপুর উপজেলা বিএনপি নেতা লেখক-সংগঠক আবুল হোসেন বক্তব্য দিচ্ছিলেন। পাশে ছিলেন- প্রার্থী আনিসুল হক, জেলা বিএনপি নেতা আবুল কালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আবুল হোসেন মাইক্রোফোন হাতে ধানের শীষের পক্ষে বক্তব্য দিচ্ছিলেন।

সম্প্রতি

আরও খবর