বগুড়ার শেরপুরে অর্ধনগ্ন ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক টাইলস মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সুলতান বাদশা (৩৩)। তিনি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের আসাদুলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামের গৃহবধূর বাড়িতে টাইলসের কাজ করার সময় অভিযুক্ত সুলতান বাদশার সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্র ধরে কৌশলে তিনি গৃহবধূর মোবাইল থেকে অর্ধনগ্ন ভিডিও নিজের ফোনে স্থানান্তর করেন। এরপর তিনি ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। গত ১৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার খন্দকারটোলা গ্রামের তাকওয়া মসজিদের পাশের এক ভাড়া বাসায় নিয়ে গিয়ে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গত সোমবার (১০ নভেম্বর) রাতে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় সহযোগী হিসেবে ধুনট উপজেলার জোড়খালী গ্রামের আব্দুল হামিদের ছেলে লিমনকেও আসামি করা হয়েছে।
শেরপুর থানার এসআই জাহিদ বলেন, মামলার প্রধান আসামি সুলতান বাদশাকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।



