মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশজয়পুরহাটে যাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় বুকিং সহকারী বরখাস্ত

জয়পুরহাটে যাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় বুকিং সহকারী বরখাস্ত

প্রতিনিধি, জয়পুরহাট

সম্পর্কিত সংবাদ

এক যাত্রীকে লাঞ্ছিত ও যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে জয়পুরহাট রেল স্টেশনের প্রধান বুকিং সহকারী মনিরুল করিম মুনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ।

জানা যায়, গত ৬ নভেম্বরে ট্রেনের টিকিট কাটার সময় ভাংতি টাকাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক নামে এক যাত্রীকে জয়পুরহাট স্টেশনের প্রধান বুকিং সহকারী মনিরুল করিম মুন টিকিট রুম থেকে বের হয়ে ধাক্কাধাক্কি পর লাঞ্ছিত করে টিকিট রুমে জোরপূর্বক নিয়ে যায়। এ ঘটনার পর তার বিরুদ্ধে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই যাত্রী।

অভিযোগে আরও বলা হয়, জয়পুরহাটের বাসিন্দা হওয়ায় মনিরুল করিম মুন নিজের প্রভাব খাঁটিয়ে বিভিন্ন সময় যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং টিকিট সিন্ডিকেটের মূলহোতা হিসেবেও কাজ করেন তিনি।

এদিকে, গত সোমবার বিকাল সাড়ে ৪টায় জয়পুরহাট রেলস্টেশন চত্বরে মনিরুল করিম মুনের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।

সম্প্রতি

আরও খবর