মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যঢাকায় গাইতে আসছেন ভারতের অনুভ

ঢাকায় গাইতে আসছেন ভারতের অনুভ

বিনোদন ডেস্ক

সম্পর্কিত সংবাদ

সংগীতশিল্পী অনুভ জৈন শুধু ভারতেই নয়, বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। দ্বিতীয়বারের মত বাংলাদেশে পারফর্ম করতে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অনুভ জৈন। আগামী ১২ ডিসেম্বরে এক কনসার্টে গাইবেন তিনি। ইভেন্ট পার্টনার ট্রিপল টাইম কমিউনিকেশনস অনুভ জৈনের ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা আরিফা শবনম বলেন, ১০০ ফিটের কোর্টসাইড মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে কনসার্ট। কনসার্টটি আয়োজন করছে হাইপ নেশন। টিকেটিং পার্টনার হিসেবে রয়েছে ‘টিকেট টুমরো’। অনুভ জৈন ২০২৩ সালে প্রথমবার বাংলাদেশে পারফর্ম করেছিলেন ‘লেটস ভাইভ ঢাকা কনসার্টে’। ভিন্ন ধারার গান দিয়েই সংগীতপ্রেমীদের কাছে এক বিশেষ জায়গা পেয়েছেন এই গায়ক। ১০ বছর আগে ২০১২ সালে নিজের লেখা গান ‘মেরি বাতমে তু’ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে।

সম্প্রতি

আরও খবর