মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরখেলাজয়ের অপরাজিত ১৬৯ রানে মজবুত অবস্থানে বাংলাদেশ

জয়ের অপরাজিত ১৬৯ রানে মজবুত অবস্থানে বাংলাদেশ

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

ওপেনার মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিড নিল স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৩৩৮ রান তুলে ৫২ রানে এগিয়ে টাইগাররা। ১৬৯ রানে অপরাজিত আছেন জয়। আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হন ৮০ রানে। জয়ের সঙ্গে অপরাজিত আছেন মোমিনুল হক ৮০ রানে। দ্বিতীয় উইকেটে অপরাজিত থেকে জয়-মোমিনুল জুটি ১৭০ রানে তোলেন।

সিলেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৮ উইকেটে ২৭০ রান করেছিল আয়ারল্যান্ড। বুধবার,(১২ নভেম্বর ২০২৫) দিনের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাঁহাতি স্পিনার তাইজুল, হামফ্রিজকে শূন্য রানে ফিরিয়ে। শেষ ব্যাটার হিসেবে ম্যাককার্থিকে বোল্ড করে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে গুটিয়ে দেন পেসার হাসান মাহমুদ। ৪ চারে ৩১ রান করেন ম্যাককার্থি। মিরাজ ৩টি, হাসান, তাইজুল ও অভিষিক্ত হাসান মুরাদ ২টি করে এবং নাহিদ রানা ১টি উইকেট নেন।

ব্যাটিংয়ে দারুণ শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার জয় ও সাদমান। ২১তম ওভারে দলের রান একশতে নেন তারা। সেঞ্চুরির জুটির পরও বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন তারা। এতে ৩৬তম ওভারে দেড়শতে পৌঁছায় বাংলাদেশ। এ নিয়ে ষষ্ঠবার টেস্টে উদ্বোধনী জুুটিতে দেড়শ রান করল টাইগাররা। আগের পাঁচবার দেড়শ রানের জুটিতে অবদান ছিল তামিম ইকবালের।

দলীয় ১৬৮ রানে বাঁহাতি স্পিনার হামফ্রিজের বলে কটবিহাইন্ড হয়ে ফিরেন সাদমান। ৯ চার ও ১ ছক্কায় ১০৪ বলে ৮০ রান করেন তিনি। বাংলাদেশের হয়ে টেস্টে উদ্বোধনী জুটিতে চতুর্থ সর্বোচ্চ রানের জুটি গড়েছেন জয় ও সাদমান। সাদমান ফেরার পর ক্রিজে আসেন মমিনুল। জয়কে নিয়ে সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের রানের চাকা ঘুরিয়েছেন তিনি। চা বিরতির পর দলের রান ২শ’ পার করে টেস্ট ক্যারিয়ারের ১৯তম ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন জয়, ২০২২ সালের পর। চার মেরে ১৯০ বলে সেঞ্চুরির স্বাদ নেয়ার পর ইনিংস বড় করেছেন জয়। অন্যপ্রান্তে মোমিনুল ছক্কা মেরে ৭৪ বলে টেস্ট ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক পূর্ণ করেন ।

সাদমান-জয়ের পর মোমিনুলের হাফ সেঞ্চুরিতে নিজেদের টেস্ট ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয়বার বাংলাদেশের প্রথম তিন ব্যাটার হাফ সেঞ্চুরির স্বাদ নিল। এরপর ক্যারিয়ারে প্রথমবার দেড়শ স্পর্শ করেন জয় ছক্কা মেরে, ২৬৫ বলে। শেষ পর্যন্ত ৮৫ ওভারে ১ উইকেটে ৩৩৮ রানে দিন শেষ করেন জয় ও মোমিনুল। ১৪টি চার ও ৪টি ছক্কায় ২৮৩ বলে ক্যারিয়ার সেরা ১৬৯ রানে অপরাজিত জয়। ৫ চার ও ২ ছক্কায় ১২৪ বলে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন মোমিনুল।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড ১ম ইনিংস ৯২.২ ওভারে ২৮৬ (স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম্যাককার্থি ৩১, নিল ৩০; মিরাজ ৩/৫০, মাহমুদ ২/৪২, মুরাদ ২/৪৭, তাইজুল ২/৭৮, রানা ১/৬৫)।

বাংলাদেশ ১ম ইনিংস ৮৫ ওভারে ৩৩৮/১ (মাহমুদুল জয় ১৬৯*, সাদমান ৮০, মোমিনুল ৮০*; হামফ্রিজ ১/৭৮)।

সম্প্রতি

আরও খবর