মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবররাজনীতিকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগুন ও...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগুন ও অবরোধ

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ বলছে, ঢাকা, শরীয়তপুর, ফেনী, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জসহ অন্তত ছয় জেলায় বাস, ট্রাক, ট্রেনের বগি ও পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ঢাকায় একাধিক স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ

বুধবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দিবাগত রাত পৌনে তিনটার দিকে কমলাপুর রেলস্টেশনের সামনে একটি হিউম্যান হলার (লেগুনা) তে আগুন দেওয়া হয়।

এ ছাড়া রাতে তেজগাঁও রেলস্টেশনে একটি পরিত্যক্ত বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা ও রেলওয়ে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নেভান। পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

রাতেই ঢাকার টিএসসি ও কারওয়ান বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা জোরদার করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন, সাময়িকভাবে বন্ধ ছিল ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দুবলা এলাকায় গভীর রাতে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা–চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।

আগুনের কারণে প্রায় আধা ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা ট্রেনটি সদর উপজেলার পঘাচং এলাকায় এবং একই পথে চলা বিজয় এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আটকে পড়ে।

রেলওয়ে পুলিশ জানায়, দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

শরীয়তপুরে পদ্মা সেতুর সামনে অবরোধ

আজ বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এ সময় একটি ট্রাকে আগুন দেওয়া হয় এবং দুটি বাস ভাঙচুর করা হয়। সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সাড়ে আটটার দিকে কিছু যানবাহন সেতু পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হয়নি।

ফেনীতে বাসে আগুন, টায়ারে আগুন জ্বেলে অবরোধের চেষ্টা

ফেনীর রামপুর এলাকায় রনি–রানা পরিবহনের একটি বাসে বুধবার রাত ১০টার দিকে অজ্ঞাত কয়েকজন আগুন দেয়।স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফেনী ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, এটি নাশকতা হতে পারে।

এ ছাড়া রাতেই ফতেপুর ও চিথলিয়া এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে মুখোশধারী কয়েকজন। পুলিশ উপস্থিত হলে তারা স্থান ত্যাগ করে।

টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জেও অগ্নিসংযোগ

রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইল এলাকায় থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়।

এরপর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে ট্রাকে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে একটি পিকআপে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পিকআপটি পুড়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, “বুধবার রাত থেকে ভোর পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন জেলায় পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। সব জায়গায়ই ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”

রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “তেজগাঁওয়ে আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাগুলো সমন্বিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে বৃহস্পতিবারের জন্য ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেয়।

এর আগে দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঢাকাসহ বিভিন্ন জেলায় অবরোধ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটানোর অভিযোগে আলোচনায় আসে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই কর্মসূচিকে ঘিরে নাশকতা রোধে দেশজুড়ে নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর