রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যনতুন গল্পে অলংকারের ‘শেষ বিকেলের মেয়ে’

নতুন গল্পে অলংকারের ‘শেষ বিকেলের মেয়ে’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

অধিকারবঞ্চিত ও নির্যাতিত এক নারীর সংগ্রামী জীবনের গল্প নিয়ে নির্মিত নাটক ‘শেষ বিকেলের মেয়ে’। এই নাটকে জীবনের নানা অন্যায়ের মুখে এক নারীর নীরবতা, প্রতিবাদ ও টিকে থাকার কাহিনি তুলে ধরা হয়েছে। এটি রচনার পাশাপাশি অভিনয় করেছেন রিয়াদ আশরাফ। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে আরও অভিনয় করেছেন অলংকার চৌধুরী, রেশমা আহমেদ, জাবেদ গাজীসহ আরও অনেকে। নাটকটি নিয়ে রিয়াদ আশরাফ বলেন, ‘শেষ বিকেলের মেয়ে’ প্রকাশের এক সপ্তাহের মধ্যে দর্শকের ভালো সাড়া পাচ্ছি। মানবিক বার্তা ও বাস্তবধর্মী উপস্থাপনার কারণে নাটকটি দর্শক-হৃদয়ে দাগ কাটছে। অলংকারের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। আগের নাটকের মতো এই কাজটিও দর্শক-প্রশংসিত হবে বলে আমি বিশ্বাস করি। নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘বর্তমানের অনেক গতানুগতিক

গল্প থেকে এটি সম্পূর্ণ আলাদা। আমরা একটি বাস্তব ও মানবিক গল্প বলতে চেয়েছি। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি অবহেলা ও নিপীড়নের প্রতিচ্ছবি এই নাটকে প্রতিফলিত হয়েছে। আশা করছি, দর্শক এতে চিন্তার খোরাক পাবেন।’ নিলয় আলমগীর ফিল্মস (নাফ)-এর ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পেয়েছে নাটকটি। গল্পের কেন্দ্রে রয়েছে নাহার নামের এক কিশোরী, যার শৈশব থেকেই জীবনে নেমে আসে অন্ধকার। চাচার কুদৃষ্টি ও নির্যাতনের শিকার হয় সে। প্রতিবাদ করতে গেলে উল্টো অপবাদ জোটে তার কপালে। মাও ভুল বুঝে তাকে শাসন করেন। অন্যায়ের শিকার হয়েও মুখ বন্ধ রাখতে বাধ্য হয় নাহার। সময়ের পরিক্রমায় সে হয়ে ওঠে প্রতিবাদী। ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখে। সেখানেও তাকে মুখোমুখি হতে হয় নতুন নির্যাতন ও লাঞ্ছনার। তবু থেমে না থেকে লড়াই চালিয়ে যাওয়ার মধ্য দিয়েই এগিয়ে যায় নাটকের গল্প।

সম্প্রতি

আরও খবর