সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যমিলন মাহমুদের কণ্ঠে ‘ট্রেডমিলে’

মিলন মাহমুদের কণ্ঠে ‘ট্রেডমিলে’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

সম্প্রতি মিলন মাহমুদের কণ্ঠে প্রকাশ হলো রোমান্টিক গান ‘ট্রেডমিলে’। গানটি লিখেছেন কাজী সালেহীন, সুর ও সংগীত করেছেন এস কে সমীর। গানটি প্রকাশ হয়েছে সমীর এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে। এর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। অভিনয়ে ছিলেন সাদ্দাম শিহাব ও ডিম্পল আহমেদ। চিত্রগ্রহণ করেছেন মাহদী আল মুজাহিদ, সম্পাদনা করেছেন দিপু। মিলন মাহমুদ বলেন, ‘ট্রেডমিলে’ গানটি আমার কাছে অনেক বেশি আবেগের ও আলাদা এক অনুভূতির। এটি শ্রোতার মন ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি। গানের কথাগুলোও খুব হৃদয়স্পর্শী। ড. কাজী সালেহীন বলেন, এতে আমি এক মিষ্টি প্রেমের গল্প বলতে চেয়েছি। এস কে সমীর বলেন, ‘ট্রেডমিলে’ গানটি আমার কাছে একটি বিশেষ অনুভূতির কাজ। এই গানটি থেকে আমি যেমন শ্রোতাদের ভালোবাসা পাচ্ছি, তেমনি আগামীতে আরও নতুন ও মানসম্মত কিছু কাজ উপহার দেওয়ার লক্ষ্য নিয়েছি।

সম্প্রতি

আরও খবর