রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশনবীগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক

নবীগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল: এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানকালে দুই নেতাকে আটক করা হয়।

সম্প্রতি

আরও খবর