হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল: এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানকালে দুই নেতাকে আটক করা হয়।



