রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, দোহার (ঢাকা)

সম্পর্কিত সংবাদ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ইউসুফ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার পাড়াগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ উপজেলার কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ২ টার দিকে শিশু ইউসুফ বাড়ির উঠানে খেলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। শিশু ইউসুফকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে ডোবার পানিতে ভাসতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

সম্প্রতি

আরও খবর