কুঞ্জঘর থেকে বের হয়ে
কেউরা-জল মেখে,
যারা নিজেদের কেউকেটা ভাবছে,
তারা আজ চারদিকে কিলবিল করছে!
সৎ মানুষ অনাথ হয়েও-
অনাথ-আশ্রমে জায়গা পাচ্ছে না!
দু’কদম পা ফেলে কদমছাঁট দিয়েও
কদমতলে যেতে পারছে না!
শুধু নিশিতে নয়-
অহোনিশি অহোভাগ্য নিয়ে থাকতে হচ্ছে!
ইন্দ্রিয়সর্বস্বতা নিয়ে
মহাজোট দিন দিন শক্তিশালী হচ্ছে,
কারা না সেখানে ভিড়ছে?
ক্রমে ক্রমে ক্রনোলজি তৈরি হচ্ছে
তাতে সৎ মানুষের স্থান নেই!
সততাও লুপ্ত হচ্ছে লুপ্তবংশে!
অলকানন্দার জলে ভেসে ভেসে
কারা অলকপুরীতে যাচ্ছে?
কারা ক্রন্দনজয়ী হতে পারছে না!
হেমন্তে আমন ধান গোলায় তুলতে পারছে না!
কেউ আর ক্ষিপ্রভঙ্গি নিয়ে
জলের উচ্ছ্বাসে,
ক্ষীণতোয়াকে জাগিয়ে তুলতে পারছে না!



