রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশমোংলায় ইউপির প্যানেল চেয়ারম্যানসহ আটক ২

মোংলায় ইউপির প্যানেল চেয়ারম্যানসহ আটক ২

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

সম্পর্কিত সংবাদ

বাগেরহাটের মোংলায় কতিথ নাশকতার মামলায় স্থানীয় ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য যুবলীগ নেতা মো. আরিফ ফকিরসহ ২ জনকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। গতকাল বুধবার রাতে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মিঠাখালি ইউনিয়ন ও পৌর শহর থেকে তাদের আটক করা হয়। মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, অন্তর্র্বতী সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার গোপন সংবাদ পেয়ে মিঠাখালি ইউনিয়নের ঠোটারডাঙ্গা এলাকা থেকে চটেরহাট পুলিশ ফাড়ির সদস্যরা মো. আরিফ ফকিরকে গ্রেপ্তার করে। এ সময় তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। মো. আরিফ ফকির মিঠাখালি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, ৯নং ওয়ার্ড সদস্য ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য।

এ ছাড়া অপর একটি অভিযানে মোংলা পৌর শহর থেকে জহির নামের একজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে থানা পুলিশের সদস্যরা। তিনি আরো বলেন, নাশকতা মামলা দায়ের শেষে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানান থানার এ কর্মকর্তা।

সম্প্রতি

আরও খবর