সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরঅর্থ-বাণিজ্যসিএমএসএমইর তিন বছর মেয়াদি প্রকল্পের মেয়াদ বাড়ল

সিএমএসএমইর তিন বছর মেয়াদি প্রকল্পের মেয়াদ বাড়ল

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশ ব্যাংকের অগ্রাধিকার ভিত্তিক খাত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানসমূহের (সিএমএসএমই) জন্য ২৫ হাজার কোটি টাকার তিন বছর মেয়াদি প্রকল্পের মেয়াদ বাড়ল। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে জারি করা এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে সকল তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সিএমএসএমই খাতে ঋণ বা বিনিয়োগ সুবিধা অব্যাহত রাখা, উদ্যোক্তাদের কাছে আলোচ্য স্কিমের ব্যাপক চাহিদা থাকা, অপেক্ষাকৃত স্বল্প সুদহার ও সহজ শর্তে ঋণ বা বিনিয়োগ সুবিধা নির্বিঘ্ন করা এবং এ খাতের গ্রাহকদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিন বছর মেয়াদি ২৫ হাজার কোটি টাকার স্কিমটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান থাকবে।

এ ছাড়া, ২০২২ সালের ১ জুলাইয়ের সিএমএসএমই সার্কুলার ও সার্কুলার লেটারে বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সার্কুলারের অন্যান্য শর্ত : ক্লাস্টারভুক্ত সিএমএসএমই উদ্যোক্তাদের পুনঃঅর্থায়নের ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া নারী উদ্যোক্তা, বিশেষ চাহিদাসম্পন্ন উদ্যোক্তা এবং যে কোনো দুর্যোগে (নদীভাঙ্গন, জলোচ্ছাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকা-, ভূমিকম্প, ভবনধস, কোভিড-১৯ এর মতো অতিমারি) ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা অগ্রাধিকার ভিত্তিতে এ স্কিমের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবেন।

সম্প্রতি

আরও খবর