বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশসোনারগাঁয়ে আওয়ামী লীগের লকডাউন, বিএনপির অবস্থান কর্মসূচী, মহাসড়কে চলেনি দূরপাল্লার বাহন

সোনারগাঁয়ে আওয়ামী লীগের লকডাউন, বিএনপির অবস্থান কর্মসূচী, মহাসড়কে চলেনি দূরপাল্লার বাহন

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

দেশে কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। লকডাউনের কারণে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা থেকে কাঁচপুর ও এশিয়ান হাইওয়ে সড়ক দিয়ে চলাচল করেনি দূরপাল্লার কোনো বাহন। তবে স্থানীয় কয়েকটি পরিবহন সড়কে থাকলেও যাত্রী না থাকায় সেগুলোও তেমন একটা ছেড়ে যায়নি রাজধানী ঢাকার উদ্দেশ্যে। এছাড়া মার্কেটগুলো খোলা থাকলেও ক্রেতা ছিলনা। অপরদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউন ব্যর্থ করতে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচী পালন করেছে স্থানীয় বিএনপি।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের পৃথক নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা ও কাঁচপুরসহ কয়েকটি স্থানে অবস্থান নেয় বিএনপির নেতৃবৃন্দ। তারা মহাসড়কে আওয়ামী বিরোধী মিছিল করে নিজেদের অবস্থান সম্পর্কে জানান দেয়। তাছাড়া বিএনপির নেতৃবৃন্দ বুধবার রাতব্যাপী সড়ক মহাসড়কে মহড়া দিয়েও লকডাউন বিরোধী মিছিল করে। অপরদিকে লকডাউন সফল করতে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বুধবার রাতে একটি মশাল মিছিল করে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, আওয়ামী লীগের ডাকা লকডাউনের কারণে সোনারগাঁয়ে কোনো ধরণের অপৃতিকর ঘটনা ঘটেনি। তবে পুলিশের একটি সূত্র জানায়, গত দুই-তিন দিনে কয়েকজন আওয়ামী কর্মী সমর্থক গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় চালান দেয়া হয়েছে।

সম্প্রতি

আরও খবর