মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরজাতীয়চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

নিজস্ব বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

সেনাবাহিনী প্রধান একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ ইনফ্র্যান্ট্রি রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান এ রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫) রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি) এর শহীদ কর্নেল নকীব হলে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান তার বক্তব্যে এ কথা বলেছেন।

এর আগে সেনাপ্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌছলে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) কমান্ড, ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া তাকে অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক, কমান্ড্যান্ড, ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, সেনাসদরের ঊর্ধ্বতন কমকর্তারা এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি

আরও খবর