সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরনগর-মহানগরধানমন্ডি ৩২ থেকে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ

ধানমন্ডি ৩২ থেকে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা ১৪ বছর বয়সী এক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের পর ধানমন্ডি থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কিশোরটিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক করা হয়। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

বিকেলে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম জানান, কিশোরটি আজ সকালে গ্রামের বাড়ি থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা দেখতে এসেছিল। তার বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, তার বিরুদ্ধে কোনো সন্দেহজনক বা নেতিবাচক তথ্য নেই। এ কারণেই তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে আটক হওয়ার পর পুলিশ জানিয়েছিল, কিশোরটির আচরণ সন্দেহজনক ছিল এবং তার কথাবার্তা ছিল বিভ্রান্তিকর। কখনও সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছিল, আবার কখনও দাবি করছিল যে সে ছাত্রদল বা ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত। এমনকি তার ব্যাগে পাওয়া কিছু কাগজপত্র ও অন্যান্য আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত আজকের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতার আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির গত মঙ্গলবারের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

সম্প্রতি

আরও খবর