পথচলার চার দশক পেরিয়ে নতুন দশকে যাত্রা শুরু করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। নব্বই দশকের শুরুতে বাংলায় হেভি মেটাল ঘরানার গান করে শ্রোতাদের রীতিমত চমকে দিয়েছে ব্যান্ডটি। ’৯১ সালে প্রথম অ্যালবাম ‘ওয়ারফেজ’ দিয়ে নিজেদের পরিচয় জানান দেয় তারা। ‘বসে আছি’, ‘একটি ছেলে’, ‘বিচ্ছিন্ন আবেগ’, ‘স্বাধিকার’, ‘কৈশোর’সহ অ্যালবামের গানগুলো দারুণ সাড়া জাগায় শ্রোতাদের মাঝে। এরপর কেবলই সামনে চলা। অবাক ভালোবাসা, জীবনধারা, অসামাজিক, আলো, মহারাজ অ্যালবামগুলো দিয়ে একটা বিরাট শ্রোতাগোষ্ঠী তৈরি করে তারা। হার্ডরক কিংবা হেভি মেটাল ঘরানায় এখনো পর্যন্ত দেশের সবচাইতে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। যাত্রালগ্ন থেকে এই ব্যান্ডের সঙ্গে আছেন মনিরুল আলম
টিপু। অনেক ভাঙা-গড়ার মধ্যে দীর্ঘসময় ধরে ব্যান্ডটিকে ধরে রেখেছেন তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে ওয়ারফেজের নেপথ্যগল্প বলেছেন এই ড্রামার এবং ব্যান্ডলিডার। আজ রাত ১২ টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। রিয়াদ শিমুলের গ্রন্থনায় এ অনুষ্ঠান প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির। কিভাবে ব্যান্ডটি তৈরি হয়েছে, কখন ইংরেজি থেকে বাংলা গানে আসলেন, বিভিন্ন অ্যালবাম এবং জনপ্রিয় গানগুলো সৃষ্টি, বারবার লাইনআপে পরিবর্তনসহ নব্বই দশকের রাজসিক পথচলার গল্প শোনা যাবে তার কাছ থেকে।



