ঢাকার দোহার উপজেলায় বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চরকুশাই এলাকায় অবস্থিত গুড নেইবার্স বাংলাদেশ ও দোহার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের আয়োজনে এ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বক্তাগণ স্বাস্থ্য ও পুষ্টিকর খাদ্য গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এই ক্যাম্পেইনে ১৫০ জন সুবিধাভোগীর মধ্যে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ১৫০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এমন উদ্যোগে স্থানীয় ব্যক্তিবর্গ গুড নেইবার্সকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন- সিডিপির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(প্রোগ্রাম) উৎসব বৈরাগী, ডা. রেজাউনুল হাসান, অ্যাসিস্ট্যান্ট অফিসার(প্রোগ্রাম) ম্যাথিউ সুজন মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম প্রমুখ।



