চট্টগ্রাম মহানগরীতে নিজের পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবককে খুন করা হয়েছে। নিহত আকাশ ঘোষ (২৬) পেশায় মোবাইল মেকানিক ছিলেন। সে গোয়ালপাড়ার বাসিন্দা। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১টার দিকে নগরীর কোতোয়ালী থানার এনায়েতবাজারের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকা- ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১টার দিকে গোয়ালপাড়ার বাসিন্দা সানি ও আকাশের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় সানি ও তার সমবয়সী বন্ধুরা মিলে আকাশকে মারধর ও পরবর্তীতে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



