মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরখেলাপ্রথম বিশ্বকাপে পঞ্চম বাংলাদেশ এবার আরও ভালো করতে চায়

প্রথম বিশ্বকাপে পঞ্চম বাংলাদেশ এবার আরও ভালো করতে চায়

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

নারী বিশ্বকাপ কাবাডির স্বাগতিক বাংলাদেশ দলের দলীয় অধিনায়ক রূপালী আক্তার বিশ্বকাপে ভালো করার ব্যপারে আশাবাদী। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই খেলোয়াড় বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কাবাডি খেলছি, শুরুটা ২০০৯ সালে। বিশ্বকাপ দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি। এমন আসরে অধিনায়ক হতে পেরে সত্যিই ভালো লাগছে। এ আসরেই আমি প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিতে যাচ্ছি। বিদায়ী আসরে আমার ওপর অধিনায়কত্বের দায়িত্ব দেয়ায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং সংশ্লিষ্টদের প্রতি আমি কৃতজ্ঞ।

অধিনায়ক হিসেবে দায়িত্বও অনেক। নিজের খেলা খেলতে হবে, আবার দলের সবাইকে নিয়েও পারফর্ম করতে হবে। সেরাটা দেয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করতে হবে। কে কিভাবে খেলবে- সেটাও বলতে হবে। আসলে অধিনায়কের দায়িত্ব অনেক বড়।’

রূপালী আরো বলেন, ‘আমরা অনেক দিন ধরেই বিশ্বকাপের জন্য অনুশীলন করছি। আমাদের প্রস্তুতি ভালো। এত বড় টুর্নামেন্টে সবাই নিজেদের সেরাটা দিয়ে ভালো করার জন্য আসবে। সব দলই শক্তিশালী, বিশ্বকাপের কোনো ম্যাচ সহজ হবে না। ভারত, ইরান, চাইনিজ তাইপে খুবই ভালো মানের দল। নেপাল ও থাইল্যান্ডও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।

আমরা প্রথম বিশ্বকাপে পঞ্চম স্থানে ছিলাম। এবার সে অবস্থান থেকেও ভালো কিছু করতে চাই।

সম্প্রতি

আরও খবর