মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরখেলাএএফসি এশিয়ান কাপ ভারতীয় দলে অস্ট্রেলিয়ান ফুটবলার

এএফসি এশিয়ান কাপ ভারতীয় দলে অস্ট্রেলিয়ান ফুটবলার

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব লাভ করা অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড রায়ান উইলিয়ামসকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে এআইএফএফ।

আগামী ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র শেষ ম্যাচে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে। ইতোমধ্যেই দুই দল লড়াই থেকে ছিটকে গেছে। ম্যাচটিকে সামনে রেখে গত ৬ নভেম্বর থেকে ব্যাঙ্গালুরুতে চলছে ক্যাম্প। ফিফা ও এএফসি থেকে এখনও ভারতীয় দলে খেলার অনুমতি পাননি উইলিয়ামস। এমনকি ফুটবল অস্ট্রেলিয়া থেকেও কোনো ধরনের ছাড়পত্র তিনি পাননি।

ভারতীয় দলে দেশের বাইরের খেলোয়াড় অন্তর্ভুক্তির ঘটনা এটাই প্রথম। চার ম্যাচে দুই ড্র ও দুই হার নিয়ে টেবিলের তলানিতে রয়েছে ভারত। গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। গ্রুপের শীর্ষ দুই স্থান নিশ্চিত করেছে হংকং ও সিঙ্গাপুর।

সাবেক অধিনায়ক সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে ভারত। ভবিষ্যতে জাতীয় দলের প্রস্তুতির কথা চিন্তা করে ছেত্রী নিজেই তাকে বাদ দিয়ে দল বিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন।

সম্প্রতি

আরও খবর