তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। রোববার, (১৬ নভেম্বর ২০২৫) সকালে ট্রাকটিতে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে আগুন দেওয়ার পর একজনকে ‘জয় বাংলা’ বলতে শোনা যায়।
৫১ সেকেন্ডের ওই ভিডিওতে আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনের চাকায় দুই যুবক আগুন ধরিয়ে দেই। তাদের একজন মাথায় হেলমেট পরিহিত ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি রাত সাড়ে ৩টার দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বিপণন প্রতিষ্ঠানের পণ্য বহনকারী ট্রাকের (খুলনা মেট্রো) চাকায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেই। ওই সময় গাড়ির ভেতর চালক ও সহযোগী ঘুমাচ্ছিল। তারা টের পেয়ে তাৎক্ষনিক আগুন নিভিয়ে ফেলে। এতে কোন হতাহতের খবর পাইনি। পরে ভোররাতে চালক ট্রাক নিয়ে চলে যায়। ওসি বলেন, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



