২০০৭ সালের এই দিনে সুপার সাইক্লোন সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। নিহত হয় অসংখ্য মানুষ, পশুপাখি, জীব-জন্তু। মাটির সঙ্গে মিশে যায় ঘর-বাড়ি, গাছ-পালা, খেতের ফসল। ঝালকাঠির সর্বদক্ষিণের উপজেলা কাঠালিয়ার ক্ষয়-ক্ষতি ছিল জেলার মধ্যে সবচেয়ে বেশি। আর এর কারণ ছিল বেড়িবাঁধ না থাকা। সিডরের দেড় যুগ পেরিয়ে গেলেও এখানকার বেড়িবাঁধ নির্মিত হয়নি আজও। নিম্নচাপের খবর শুনলেই আতঙ্কিত হয়ে পরে উপজেলার দু’লক্ষাধিক মানুষ।



