সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশঝালকাঠিবাসী আজও সিডরের সেই ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে

ঝালকাঠিবাসী আজও সিডরের সেই ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে

প্রতিনিধি, কাঠালিয়া, ঝালকাঠি

সম্পর্কিত সংবাদ

রোববার,(১৬ নভেম্বর ২০২৫) ছিল ভয়াবহ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে সুপার সাইক্লোন সিডরের আঘাতে লণ্ড-ভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। নিহত হয় অসংখ্য মানুষ, পশুপাখি, জীব-জন্তু। মাটির সঙ্গে মিশে যায় ঘর-বাড়ি, গাছ-পালা, খেতের ফসল। ঝালকাঠির সর্বদক্ষিণের উপজেলা কাঠালিয়ার ক্ষয়-ক্ষতি ছিল জেলার মধ্যে সবচেয়ে বেশি। আর এর কারণ ছিল বেড়িবাঁধ না থাকা। সিডরের দেড় যুগ পেরিয়ে গেলেও এখানকার বেড়িবাঁধ নির্মিত হয়নি আজও। নিম্নচাপের খবর শুনলেই আতঙ্কিত হয়ে পরে উপজেলার দু’লক্ষাধিক মানুষ।

স্থানীয়দের ভাষ্যমতে, ২০০৭ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের ছোবলে ঝালকাঠির দক্ষিণের উপজেলা কাঠালিয়া সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। জেলায় নিহত ৫২ জনের মধ্যে বেশিরভাগই ছিল এই উপজেলার।

আমুয়া বন্দরসহ উপজেলার একটি বাড়িও অক্ষত ছিল না। গাছ-পালা, পশু-পাখি কোনোকিছুই রক্ষা পায়নি সিডরের থাবা থেকে। এত ব্যাপক ক্ষয়-ক্ষতির মূল কারণ ছিল বেড়িবাঁধ না থাকা। সিড়রের ক্ষয়-ক্ষতি পর্যালোচনা করে ঐ সময় এ উপজেলায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য জরুরি পদক্ষেপ নেয়ার তাগিদ দেয়া হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। স্বাভাবিক জোয়ারের পানিতেই প্লাবিত হয় উপজেলা বেশিরভাগ এলাকা। পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয় খেতের ফসল। সাগরে নিম্নচাপ সৃষ্টির খবর শুনলেই আতঙ্কিত হয়ে পরে বিষখালী তীরবর্তী এই জনপদের মানুষ।

সম্প্রতি

আরও খবর