বাংলাদেশের নজরুল সংগীতশিল্পী জান্নাতে রোম্মান তিথি। দীর্ঘ অপেক্ষার পর তিনি সম্প্রতি একটি নতুন আধুনিক বাংলা গান প্রকাশ করেছেন। ‘মন সেতো মোম নয়’ নামের গানটি প্রকাশ পেয়েছে গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে। নজরুল সংগীত নিয়েই মূলত ব্যস্ত থাকেন তিথি। তবে তার চেষ্টা থাকে নজরুল সংগীতের পাশাপাশি আধুনিক বাংলা গান প্রকাশ করার। আর সেই চেষ্টা থেকেই একবছর পর এলো তার নতুন গানটি। গানটি প্রসঙ্গে বলেন, আমি একবছর পর নতুন আধুনিক গান আনলাম। এর আগে তপন চৌধুরীর সঙ্গে ‘কিছুটা সময়’ নামের একটা দ্বৈত গান গেয়েছিলাম। গানটা বেশ ভালো সাড়া ফেলেছিল। তারপর থেকেই চেষ্টায় ছিলাম শ্রোতাদের আরও ভালো কিছু উপহার দেয়ার। সে ভাবনা থেকেই একটু সময় নিয়ে ‘মন সেতো মোম নয়’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ পায় আমার ইউটিউব চ্যানেলে। এই গানটার লেখা ও সুর আমার করা। জান্নাতে রোম্মান তিথি গানের প্রতি তার ভালোবাসার কথা বলতে গিয়ে জানান, আমি চেষ্টা করি নিয়মিত গান গাইতে। নজরুলসংগীত এবং আধুনিক গান দুটোই করে থাকি। নতুন গানের প্রসঙ্গে জানতে চাইলে তিথি বলেন, প্রায় প্রতি সপ্তাহেই নজরুলসংগীত প্রকাশ করছি। আর এখন নতুন কিছু করার পরিকল্পনা রয়েছেন। নতুন তিনটা আধুনিক গানের কাজ চলছে। এরমধ্যে একটা দ্বৈত গান থাকবে। আর দ্বৈত গানটার বিষয়ে বিস্তারিত পরেই জানাবো। আর বাকি দুইটা আধুনিক গানের কাজ চলছে ওটা শেষ হলে আমার ইউটিউব চ্যানেলেই প্রকাশ করবো।



