পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশান বাড়িয়ায় মুকুল বেগম (৫০) নামে এক গৃহবধুকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত মুকুল বেগম হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী বলে এলাকাবাসি জানান।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গলা কেটে এ নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছে বলে এলাকাবাসির ধারনা। দুপুরের খাবার শেষে গৃহবধুর স্বামী হাফেজ হাবিবুর রহমান মৌলভী তবক গ্রামের সুলতান মাস্টার বাড়ির মসজিদে যান সেখানে তিনি ইমামতি করেন।



