জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর রহমান ভূঁইয়া জয়কে আহ্বায়ক এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের সামিরা মৌ ও চারুকলা বিভাগের রাফিদুল রাহিমকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে রোববার (১৬ নভেম্বর) বিকেলে এক কর্মীসভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জবি শাখার কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন পিনাক দেবনাথ, মাসরুর আহমেদ মিঠুন, আবদুল্লাহ আল মুক্তাদির, আদিত্য শাফি, সায়র সাগ্নিক, মুরসালিন উৎস রয়েছেন। কমিটিতে দুটি পদ ফাঁকা রাখা হয় পরবর্তীতে কো-অপ্ট করার জন্য। ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।
নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মশিউর রহমান ভূইয়া জয় বলেন, ‘শিক্ষার বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকতা, উগ্রবাদী আস্ফালন রুখতে আমরা বদ্ধপরিকর। আবাসন সংকট, ক্লাসরুম সংকট, গবেষণায় কম বরাদ্দ এছাড়াও নানা সংকটে জর্জরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমরা একটি গণতান্ত্রিক বিদ্যাপিঠ হিসেবে গড়ে তুলতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার সংকট মোকাবিলা এবং শিক্ষার্থীদের অধিকার আদায় করতে নিরলস কাজ করে যাবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।’
###



