স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে স্ত্রী বিউটি খাতুনের মৃত্যু হয়েছে। বিউটি খাতুন (৪৫) দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতন পাড়ার মুস্তাফিজুর রহমানের স্ত্রী। চুয়াডাঙ্গার ভালাইপুর-আলমডাঙ্গা সড়কের চিৎলা রুইতনপুর নামক স্থানে মঙ্গলবার, (১৮ নভেম্বর ২০২৫) সকালে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতন পাড়ার বাসিন্দা বিউটি খাতুন (৪৫) তার স্বামী মুস্তাফিজুর রহমানের মোটরসাইকেলে চড়ে ভগিরাথপুর থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। পথে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার চিৎলা রুইতনপুর নামক স্থানে তিনি মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তার স্বামী মুস্তাফিজুর রহমান দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএম জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।



