মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমমতামতপাঠকের চিঠিদখলমুক্ত ফুটপাত চাই

দখলমুক্ত ফুটপাত চাই

সম্পর্কিত সংবাদ

রাস্তা মানে যান চলাচলের পথ এবং ফুটপাত মানে হাঁটাহাঁটির পথ। তবে রাজশাহী শহরের তালাইমারি থেকে বানেশ্বর পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়কের উভয়পাশে ফুটপাতের দৈর্ঘ্য বরাবর তাকালে যতদূর চোখ যায়, শুধু চোখে পড়ে ক্ষণস্থায়ী বাঁশের চাটাই দিয়ে তৈরি দোকানের সারি। কোনোটা চায়ের দোকান, কোথাও কাঁচাবাজার, কোথাও কোথাও গড়ে উঠেছে রেস্তোরাঁ ও গুদামঘর। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের ফুটপাতে গড়ে উঠেছে বাঁশের আড়ত, যেখানে মজুদ করে রাখা হচ্ছে বাঁশ আর বাঁশ আনা-নেওয়ার জন্য অবস্থান করে সব বিশাল আকৃতির ট্রাক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ এ সমস্যা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে। ফুটপাত দখলে থাকায় জনসাধারণ চলছে এখন মূল সড়ক দিয়ে, যার ফলে বিঘ্নিত হচ্ছে নিরাপদ সড়কের নিশ্চয়তা, বাড়ছে যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি, সৃষ্টি করছে যানজটের মত বিশাল সমস্যা, ঘটছে এক্সিডেন্ট। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই সমস্যাটি দ্রুত সমাধান করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।

আলামিন শিকদার

সম্প্রতি

আরও খবর