শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরঅপরাধ ও দুর্নীতিসন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু

কোর্ট রিপোর্টার

সম্পর্কিত সংবাদ

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার,(১৮ নভেম্বর ২০২৫) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া’র আদালত এই আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক আলামিন।

এদিকে আসামি পক্ষের আতাউর রহমান খান ও জিএম কাউসার উল ইসলাম সোহেল তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, লাভলু মোল্লাহ শিশির তার ফেইসবুক আইডিতে শেখ হাসিনার ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন। যেখানে লেখা, ‘আই ডোন্ট কেয়ার’। ওপরে ক্যাপশনে তিনি লিখেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এরপরে আটকের আগে লাভলু ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। ঘণ্টা দুই ধরে মব করার জন্য কিছু লোক আমার বাসার সামনে এসেছে। পুলিশ এসেছে। আপনাদের কাছে আমি বললাম। আপনারা একটু দেখবেন। কারণ আমি তো কোনো অন্যায় করিনি। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ মে সাড়ে ৬টার দিকে শাহবাগ থানাধীন কাঁটাবন মোড় এলাকায় আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দেয়। পাঁচ মিনিট পর পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন ৯ জনকে এজাহারনামীয় ৪০-৫০ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করে শাহবাগ থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিন মিয়া মামলা করেন।

সম্প্রতি

আরও খবর