কিছুদিন আগেই চিত্রনায়িকা শিরীন শিলা অভিনীত পরপর দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি সাদেক সিদ্দিকী পরিচালিক ‘ডাইরেক্ট অ্যাটাক’ ও অন্যটি নাসিম সাহনিক পরিচালিত ‘ব্যাচেল ইন ট্রিপ’। এদিকে গত বছর রোজার মাসে শুরু হয়েছিলো শিরীন শিলা অভিনীত এসডি রুবেল পরিচালিত সরকারী অনুদানের সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমার শুটিং। প্রথম লটের কাজ শেষে এই সিনেমা নির্মাণের কাজ থমকে গিয়েছিলো। কিন্তু নানান জটিলতা পেরিয়ে অবশেষে এরইমধ্যে দ্বিতীয় লটের কাজে অংশ নিলেন শিরীন শিলা। এরইমধ্যে দ্বিতীয় লটের কাজ শেষও করেছেন শিরীন শিলা। শিরীন শিলা বলেন,‘ যেহেতু সরকারী অনুদানের কাজ, তাই সিনেমাটিতে প্রবল আগ্রহ নিয়ে কাজ করেছি। আমার চরিত্রটিও সুন্দর। আশা করছি সবকিছু ঠিকঠাক মতো শেষ হলে সিনেমাটি দর্শকের ভালোলাগতে পারে।’ ‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমাতেই এরইমধ্যে প্লে-ব্যাক করেছেন লুইপা ও কোনাল। লুইপা দুটি গান গেয়েছেন। কোনাল গেয়েছেন টাইটেল সংটি। গানগুলো নিয়েও শিলা আশাবাদী।



