মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরআন্তর্জাতিকগাজায় ঐতিহাসিক প্রাসাদ ধ্বংস, ২০ হাজারের বেশি প্রত্নবস্তু লুট

গাজায় ঐতিহাসিক প্রাসাদ ধ্বংস, ২০ হাজারের বেশি প্রত্নবস্তু লুট

বিদেশী সংবাদ মাধ্যম

সম্পর্কিত সংবাদ

গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় ব্যাপক প্রাণহানি, সম্পদ ধ্বংসের পাশাপাশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক অনেক স্থাপনা ধ্বংস হয়েছে। বোমাবর্ষণ থেকে রক্ষা পায়নি দুর্লভ স্থাপত্যকীর্তি।

উপত্যকায় প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে অটোমান যুগ পর্যন্ত সময়ের ২০ হাজারের বেশি দুর্লভ নিদর্শন হারিয়ে গেছে বা লুট হয়ে গেছে। সোমবার বার্তা সংস্থা আনাদোলু প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের প্রধান ইসমাইল আল-থাওয়াবতেহ বলেন, ফিলিস্তিনের পরিচয় মুছে ফেলার লক্ষ্যে ইসরায়েলের সেনাবাহিনী গাজার প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে পরিকল্পিত ও ব্যাপকভাবে ধ্বংস করছে। সরকারি তথ্য অনুসারে, ইসরায়েলের বাহিনী গাজা উপত্যকায় ৩১৬টিরও বেশি প্রত্নতাত্ত্বিক স্থান ও ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে, যার বেশির ভাগই মামলুক ও অটোমান যুগের। বাকিগুলো ইসলামী প্রথম শতাব্দী ও বাইজেন্টাইন যুগের।

ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী স্থান গাজার ৮০০ খ্রিষ্টপূর্বাব্দের মামলুক যুগের প্রাসাদ কাসর আল-বাশাও ইসরায়েলের পরিকল্পিত লক্ষ্যবস্তু থেকে রেহাই পায়নি।

সম্প্রতি

আরও খবর