গাজীপুরে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডে বাঘের বাজার এলাকার ফিনিশ মশার কয়েল কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন এবং ঝুট গুদামের কোটি টাকার মালামালসহ তিনটি গরু পুড়ে মারা গেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট রাতভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও উভয় দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গতকাল দুপুর পৌনে ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ফিনিশ মশার কয়েল কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। হঠাৎ ছড়িয়ে পড়া আগুনে গোডাউনজুড়ে কালো ধোঁয়ার ঘন স্তর তৈরি হয়, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।



