রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমবিনোদনবলিউডনরেন্দ্র মোদির মায়ের বায়োপিকে রাবিনা ট্যান্ডন

নরেন্দ্র মোদির মায়ের বায়োপিকে রাবিনা ট্যান্ডন

বিনোদন ডেস্ক

সম্পর্কিত সংবাদ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির জীবন নিয়ে তৈরি হতে যাচ্ছে বলিউডের নতুন বায়োপিক। দীর্ঘ জল্পনার পর অবশেষে নিশ্চিত হয়েছে—এই চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। ছবির সম্ভাব্য নাম ‘মা বন্দে’। পরিচালনা করছেন দক্ষিণ ভারতের নির্মাতা ক্রান্তি কুমার চৌধুরী হিন্দিতে এটি তাঁর প্রথম বায়োপিক। নির্মাতাদের মতে, এটি শুধু রাজনৈতিক গল্প নয়; তুলে ধরা হবে এক মায়ের সংগ্রাম, মূল্যবোধ এবং ছেলেকে মানুষ করে তোলার লড়াই। ছবিতে তরুণ নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করছেন মালয়ালম তারকা উন্নি মুকুন্দন। রাবিনা জানিয়েছেন, হীরাবেনের সাধারণ, নিয়মতান্ত্রিক জীবন এবং সন্তানদের প্রতি তাঁর উৎসর্গ তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। হীরাবেন মারা যান ২০২২ সালে, তাই রাবিনা পুরোনো আর্কাইভ, ভিডিও এবং পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে চরিত্রটি তৈরির চেষ্টা করছেন। গুজরাটি উচ্চারণ ও আচার-ব্যবহার রপ্ত করতে তিনি বিশেষ প্রশিক্ষণও নিচ্ছেন। বায়োপিকটিতে দেখানো হবে মোদির শৈশব, তার চাওয়ালা জীবন, অভাব-অনটন, মায়ের ত্যাগ এবং মা–ছেলের গভীর সম্পর্ক। নিজ জীবনে সততা, সংযম ও আত্মনিবেদনের শিক্ষা মায়ের কাছ থেকেই পেয়েছেন মোদি এটিও বহুবার বলেছেন।

সম্প্রতি

আরও খবর