রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যআবারও ঢাকায় আতিফের কনসার্ট

আবারও ঢাকায় আতিফের কনসার্ট

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম একবছর পর আবারও ঢাকায় আসছেন। এবার ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শীর্ষক কনসার্টে গান গাইবেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসনে এর আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। আগামী ১২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে একটি দিন চূড়ান্ত করার পরিকল্পনা চলছে।

কনসার্টের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পুরো অর্থ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শীর্ষক কনসার্টের শুরুতে থাকবে লোকসংগীত ও কাওয়ালি পরিবেশনা। এছাড়া রাখা হবে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি, মঞ্চনাটক ও ভিডিওচিত্র। ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম গত বছরের ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন করে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট। এতে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেছেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। কনসার্ট থেকে আয় হওয়া ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর