আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সরদহ সরকারি ডিগ্রি কলেজ ১-০ গোলে নওহাটা সরকারি ডিগ্রি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার, (২০ নভেম্বর ২০২৫) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জয়সূচক গোলটি করেন সিহাব । জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহা. সবুর আলী। এ সময় পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ খাদেমুল ইসলাম, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. আখতারুজ্জামান রেজা তালুকদার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের সাবেক উপ-পরিচালক কেএম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকি সেলিমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



